বিপুল ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Looks like you've blocked notifications!
দিনাজপুর জেলার বিরামপুরের প্রস্তমপুর ফকিরপাড়া থেকে এই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প (পাশে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট)। ছবি : এনটিভি

দিনাজপুর জেলার বিরামপুরের  প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্প।

আজ বিকেল ৩টায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান, রাজশাহী র‍্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

র‍্যার জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারির মাধ্যমে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট জব্দসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।

র‍্যাবের দাবি, ওই বাড়ির গোয়ালঘরের মেঝেতে অভিনব কায়দায় ইয়াব ট্যাবলেটগুলো লুকিয়ে রাখা হয়েছিল। গোপনে সেখান থেকে মাদক ব্যবসায়ীদের কাছে তাঁরা এসব ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন বলে আটক মাদক ব্যবসায়ীরা স্বীকার করেছেন।

আটক করা মাদক ব্যবসায়ীরা হলেন ওই এলাকার মোসাম্মৎ শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও মোসাম্মৎ সেলিনা আক্তার রূপালী।

র‍্যাব জানায়, ওই বাড়ির মালিক মোশারফ হোসেন ও তাঁর শ্বশুর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

এ সময় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।