বিমানবন্দরে ট্রলিতে কাঁদছিল শিশুটি, মায়ের খোঁজ মেলেনি

Looks like you've blocked notifications!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া যায় শিশুটিকে। ছবি: সংগৃহীত

বিমানবন্দরে ট্রলির মধ্যে শিশুটি কাঁদছিল। বয়স মাত্র আট মাস। মুখে ফিডার, অথচ মায়ের খোঁজ মিলছে না। এই দৃশ্য দেখে আজ শুক্রবার সকাল ৯টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) শিশুটিকে উদ্ধার করে।

আজ দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘শিশুটি এখন ভালো আছে। সে আমাদের হেফাজতে রয়েছে।’

আলমগীর হোসেনের দাবি, ‘গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওই শিশুকে নিয়ে তার মা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সারা রাত শিশুটির মা অ্যারাইভাল বেল্টের পাশে শিশুটিকে নিয়ে বসেছিলেন। কিন্তু আজ সকাল থেকে মাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটিকে কাঁদতে দেখে আমরা তাকে উদ্ধার করি।’

এপিবিএনের এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা শিশুটির মাকে খুঁজছি। ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। এখন শিশুটিকে আমরা সেভাবে রেখেছি, যেভাবে রাখলে সে ভালো থাকবে।’

এপিবিএনের আরেকটি সূত্র ধারণা করে বলছে, প্রবাসী ওই নারী সৌদি আরবে থাকাকালীন অপর এক প্রবাসীকে বিয়ে করেন। কিন্তু, শিশুটির জন্মের পর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে কিংবা তাঁর স্বামী হয়তো এই সন্তানকে অস্বীকার করেছে। ফলে লোকলজ্জার ভয়ে শিশুটিকে এখানে ফেলে রেখে গেছেন ওই নারী।