বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন। ছবি : এনটিভি

বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম বিমানসেনা দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইতোমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহণ বিমান, হেলিকপ্টার, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। এ ছাড়া বিশ্ব শান্তিরক্ষা ও দেশ-বিদেশে প্রাকৃতিক দূর্যোগে বিমান বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর এবং যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। দক্ষ জনশক্তির জোগান দিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে।’

এ সময় বিমান বাহিনীর প্রধান রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজেদের যোগ্য বিমানসেনা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিমান বাহিনীর প্রতিটি সদস্য অকৃত্রিম দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।’

এই কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ২৫২ দিনের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশ সেবার ব্রত নিয়ে ৪১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। তাদের মধ্যে এসি-২ জিদান এবং এসি-২ কামরুজ্জামান যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ জিদান সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।

বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে শমশেরনগরে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিন তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।