বিয়ের প্রলোভনে ধর্ষণ, মেম্বারসহ চারজনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক তৈরি পোশাক শ্রমিককে (২১) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আজ রোববার সকালে ঈশ্বরগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী।
মামলায় আবু তালেব পিনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাকে সহায়তা করায় আসামি করা হয়েছে উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাইফুল ইসলাম ও ফজলুল হককে।
মামলার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া গণমাধ্যমকে জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বরাতে পুলিশ জানায়, আসামি পিনু ও ভিকটিম তরুণী উপজেলার একই এলাকার বাসিন্দা। তরুণী তার মা-বাবার সঙ্গে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় হয়।
পরিচয়ের পর থেকে পিনু প্রায়ই বিয়ের প্রস্তাব দিতেন বলে মামলায় অভিযোগ করেন তরুণী। এতে আরও বলা হয়, একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ভিকটিমকে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন পিনু। গত ১৪ নভেম্বর পিনু বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, পিনু পরে আর বিয়ে করতে রাজি হননি। পরদিন ১৫ নভেম্বর মামলা করতে চাইলে ভিকটিমকে বাধা দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা বলেন পিনু। কিন্তু সমাধান না হওয়ায় আজ সকালে তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিনু ও তাকে সহায়তাকারী আরও তিনজনকে আসামি করে মামলা করেন।