বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৫তম জন্মবার্ষিকী

Looks like you've blocked notifications!
নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি : এনটিভি 

মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ৮৫তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। দিনটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করছে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে তাঁর স্মৃতির উদ্দেশে স্থাপিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশ নেয়।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠর সম্মানে সশস্ত্র ছালাম জানানো হয়। পুলিশের একটি চৌকস দল এতে অংশ নেয়।

সবশেষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রদীপ কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, মুক্তিযোদ্ধা এস এম মতিন, সাইফুর রহমান হিলু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপস্থিত সবাই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষ খোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। তাঁর বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। নূর মোহাম্মদ বাল্যকালে বাবা ও মাকে হারান। নূর মোহাম্মদের জন্মস্থান মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়।