বীর প্রতীক জহুরুল হক মুন্সীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

Looks like you've blocked notifications!
বীর প্রতীক (বার) জহুরুল হক মুন্সীর দাফনের আগে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : এনটিভি

শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়া পাড়ায় বীর প্রতীক ‍‍`বার‍‍` কমান্ডার জহুরুল হক মুন্সীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জানাজার পর এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। 

গত রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বীর প্রতীক জহুরুল হক মুন্সী গুরুতর অসুস্থ হন। রাত ১০টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বীর প্রতীক জহুরুল হক মুন্সীর প্রথম জানাজা হয় জামালপুরের বকশীগঞ্জে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শেরপুরে শ্রীবরদী উপজেলা সরকারি কলেজ মাঠে। জানাজায় প্রশাসনের কর্মকর্তাসহ, বীর মুক্তিযোদ্ধারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জহরুল হক মুন্সীকে বীর প্রতীক বার উপাধি দেওয়া হয়।