বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই : স্বাস্থ্যমন্ত্রী
করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে শিগগিরই টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা টিকার দুই ডোজ নিয়ে এখনো বুস্টার ডোজ নেননি, শিগগিরই তা নিয়ে নিন। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে মানুষের মধ্যে অনীহা আছে। এটা দূর করতে আমরা কাজ করছি। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বুস্টার ডোজ নিলে সবাই সুরক্ষিত থাকবেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে এখনই বুস্টার ডোজ নেওয়ার প্রকৃত সময়।