বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার : গ্রেপ্তার ১৫ বন্ধু

Looks like you've blocked notifications!
দোহার থানা। ছবি : সংগৃহীত

ঢাকার দোহারের মৈনটঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে তারিকুজ্জামান সানি (২৮) নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ১৫ বন্ধুকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে আজ শনিবার তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

ওসি মোস্তফা কামাল বলেন, ‘নিহত সানির বড় ভাই হাসাদুজ্জামান গতকাল শুক্রবার একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

ওই আরও বলেন, ‘তারিকুজ্জামান সানি ও ১৫ থেকে ১৬ জন যুবক গত বৃহস্পতিবার একসঙ্গে পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলেন। এরপরই সানি নিখোঁজ হন। ওইদিন রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে যায়। সর্বশেষ গতকাল শুক্রবার সকালে সানির মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।’

ওসি মোস্তফা কামাল বলেন, ‘সুরতহাল শেষে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।’

জানা গেছে, তারিকুজ্জামান সানি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র ছিলেন। সানির বাবার নাম হারুন অর রশিদ। তাঁদের বাড়ি রাজধানীর হাজারীবাগে।