বৃষ্টিপাতের যে পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

Looks like you've blocked notifications!
আবহাওয়া ভবনের ছবি। ফাইল ছবি

লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২২ মার্চ) আবহাওয়া অধিদপ্তর এ সংক্রান্ত পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।