বৃষ্টির পরও উন্নত হয়নি ঢাকার বাতাসের মান

Looks like you've blocked notifications!
ঢাকার বায়ু দূষণের পরিস্থিতি। ছবি : সংগৃহীত

ঢাকাবাসীর অস্বাস্থ্যকর বাতাস থেকে রেহাই নেই। আজ মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে, যদিও ভোরে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টা ২৫মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৪ নিয়ে বাতাসের গুণগত মান এখনও খুব অস্বাস্থ্যকর।

পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৯১ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী দুইটি স্থান দখল করেছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। অন্যদিকে, ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

ঢাকার বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।