বৃহস্পতিবার ব্যাংক লেনদেন বন্ধ

Looks like you've blocked notifications!
রাজধানীর একটি ব্যাংকে গ্রাহকদের ভিড়। ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকে লেনদেনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্তের জন্য ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। 

আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক হলিডের কারণে ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে হিসাব কার্যক্রমের জন্য ব্যাংকের শাখা খোলা থাকবে। তবে কোন কোন শাখা খোলা থাকবে তা বাংলাদেশ ব্যাংক জানাবে।
 
এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল ১ জুলাই থেকে দেশজুড়ে সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। এ বিষয়ে সকালে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা প্রদান করবে।