বেনাপোলের পুটখালী সীমান্তে ২০ স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
বেনাপোলের পুটখালী সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার হৃদয় হোসেন। ছবি : এনটিভি

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের ওপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক হৃদয় হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘বিজিবির কাছে গোপন খবর আসে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করে। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।’

তিনি বলেন, ‘জব্দ হওয়া স্বর্ণের ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।’

স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।