বেনাপোলে ১৭টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

Looks like you've blocked notifications!
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই পাচারকারী। ছবি : এনটিভি।

ভারতে পাচারের সময় যশোর জেলার বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

গতকাল শনিবার রাতে পুটখালি সীমান্তের উওরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক পাচারকারীরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান, পিএসসি জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে  এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল  পুটখালী সীমান্তের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ মেহেদী হাসান ও হাফিজুরকে আটক করে।

আটক স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।  আটককৃত স্বর্ণ ও পাচারকারী দুই জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।