বেনাপোলে ৩০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০ স্বর্ণের বারসহ আশিকুর রহমান নামে এই ব্যক্তিকে আটক করেছে খুলনা ২১ বিজিবি। ছবি : এনটিভি

বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। আজ শনিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আশিকুর বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

খুলনা (২১ বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বিশাল চালান ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শার জামতলার বালুন্ডায় এক পাচারকারী অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আশিকুর রহমান নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে সবজির মধ্য থেকে তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করে।’

লে. কর্নেল তানভীর বলেন, ‘জব্দ হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা। আশিকুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় পাঠানো হয়েছে।’