বেনাপোল বন্দরে ভারতীয় তিন ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!
বেনাপোল বন্দর। ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় তিনটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে ট্রাক টার্মিনালে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আমদানি করা ব্লিচিং পাউডারসহ ভস্মিভূত হয়েছে ট্রাকগুলো। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, সেহেরি শেষে ভোরের দিকে ট্রাকগুলোতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্লিচিং পাউডারসহ ট্রাকগুলো পুড়ে যায়।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পণ্যচালানটি তিনটি ট্রাকে করে ভারত থেকে গত বুধবার আমদানি হয়। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। এ কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৫ মাস আগে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।