বেশি দামে ডিম বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে বেশি দামে মুরগি এবং ডিম বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মূল্যতালিকা না রাখার অভিযোগও আনা হয়। আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ওই চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে নতুন বাজারে সিজান ব্রয়লার হাউজকে এক হাজার ৫০০ টাকা, নিশান ব্রয়লার হাউজকে এক হাজার টাকা, মেসার্স রেনু পাল ডিমের দোকানকে চার হাজার টাকা এবং মেসার্স সালাম ডিমের আড়তকে চার হাজার টাকা জরিমানা করা করা হয়।