সচিবদের সঙ্গে বৈঠক

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার সচিবসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

ঋণ দেওয়াসহ ব্যাংক খাতে বিরাজমান পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে দেশে সুশাসন নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।

আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিবসভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সচিবসভার আগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়ও প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব বলেন, জঙ্গি ইস্যুতে সতর্ক থাকাসহ সচিব সভায় ১১টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয়, আমদানি ইস্যুতে ব্যয় সংকোচন, প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে করা, কৃষির উৎপাদন বৃদ্ধি, তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে আয়, রেমিট্যান্স বাড়ানোর বিষয়ে পদক্ষেপ, জঙ্গি ইস্যুতে সতর্ক থাকা, বাজার দর নিয়ন্ত্রণ, ভূমির ই-রেজিস্ট্রেশন ইস্যু এবং সুশাসনের ওপর জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

সচিব বলেন, কয়েকটি ব্যাংকে ঋণ প্রদান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমে এসব নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের সচিব সভায় ১৭ জন সচিব বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন বলেও জানান ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।