ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ফসলের ব্যাপক ক্ষতি  

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছপালাসহ প্রায় ৮৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার চলতি আমন ধানেরও ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ জানায়, জেলায় চলতি মওসুমে ৯৪৯ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছিল। সিত্রাংয়ে মাসকলাই, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন রকম শাকসবজির প্রায় ৮৩ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এ ছাড়াও চলতি আমন মওসুমে ৫৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছিল। সিত্রাংয়ের কারণে কোনো কোনো জমির ধানি গাছ কিছুটা হেলে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য মুন্সী তোফায়েল হোসেন বলেন, ‘আমন ফসল ঘরে তুলতে আরও দুই সপ্তাহ সময়ে লাগবে। তবে, যেসব জমির ধান ৮০ ভাগ পেকেছে সেসব ধান কাটার জন্য ব্লক সুপারভাইজারদের মাধ্যমে কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হবে প্রণোদনা পাওয়া গেলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করা হবে।’