ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের ‘কিলঘুষি’তে মাছ ব্যবসায়ীর মৃত্যু

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কিলঘুষিতে নিহতের ঘটনায় মানুষের ভিড়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতি ও কিলঘুষির ঘটনায় খায়ের মিয়া (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার নাটঘর ইউনিয়নের কুঁড়িঘর বাজারে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত খায়ের কুঁড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির জায়গা বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে খায়ের মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাই রফিক মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে আজ সোমবার সকালে কুঁড়িঘর বাজারে তাঁদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। ওই সময় রফিক মিয়ার কিলঘুষিতে আবুল খায়ের অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার শিবপুর ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্ত চলছে।