ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত : ৫ সদস্যের কমিটি গঠন

Looks like you've blocked notifications!
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মানুষ ভিড় করেন। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল হক বলেন, ‘পাঁচ সদস্যের কমিটিতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন—বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী (ঢাকা-২) সিরাজ জিন্নাত ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।’

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে ঘটনার ২২ ঘণ্টা পার হলেও উদ্ধার কাজ এখনও চলছে। কখন উদ্ধার কাজ শেষ হবে বলা যাচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকাগামী আপ লাইনে ট্রেন বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে।