ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ৫৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর ও বিজয়নগরসহ তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিতাস নদীসহ অন্যান্য নদীর পানিও বাড়ছে।
এরই মধ্যে বিভিন্ন অঞ্চলের সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়িতে পানি ঢুকেছে।
নাসিরনগর উপজেলার বুড়িশ্বর, কুন্ডা, ভলাকুট, গোয়ালনগর, ধরমণ্ডল, গোকর্ণ ও চাপরতলা ইউনিয়নের বেশির ভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার দুর্গতদের জন্য ২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বন্যার জন্য এরই মধ্যে জেলার তিন উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।