ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে নিয়ে মতবিরোধ, সংঘর্ষে আহত ১০

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ে নিয়ে মতবিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে আজ সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) ও আবু হানিফ (৪৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে চার থেকে দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু, খুরশিদের অন্য ভাইয়েরা বিয়েতে মত দেননি। এ নিয়ে গতকাল রোববার খুরশিদের সঙ্গে তাঁর ভাই সাচ্চুর কথা-কাটাকাটি হয়। পরে তা গোষ্ঠীগত বিবাদে রূপ নেয়।

এর মধ্যে আজ সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। এ ছাড়া দেশীয় অস্ত্র জব্দ করা হয় বলেও জানিয়েছে পুলিশ।