ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামির ১০ বছর পর আত্মসমর্পণ

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ট্রিপল মার্ডার মামলায় ১০ বছর পলাতক থেকে আসামি ফরিদ মিয়া (৬০) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক তাঁকে জেলহাজতে পাঠান।

ফরিদ মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। তিনি নবীনগর উপজেলার চিত্রী গ্রামে ২০১২ সালে সংঘটিত একটি ট্রিপল মার্ডার মামলার আসামি।

আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জানান, ২০১২ সালের ২৬ ডিসেম্বর নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মনু মিয়া, গুতু মিয়া ও হাসান মিয়া নামের তিন জন নিহত হন। সেই ঘটনায় নিহত হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বাদী হয়ে গোলাপ মিয়াকে প্রধান আসামি করে ১৩৭ জনের নামে মামলা করেন। ওই মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আতাউর রহমানের করা মামলায় ১০৪ নম্বর আসামি ফরিদ মিয়া। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠান।