ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে প্রার্থীদের আজ সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  মো. শাহগীর আলম। 

এতে পদত্যাগ পরবর্তী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ডাব প্রতীক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) আবু আসিফ আহমেদ পেয়েছেন মোটরগাড়ি প্রতীক,  জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙল ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল দলীয় প্রতীক হিসেবে পেয়েছেন গোলাপ ফুল। 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জিয়াউল হক মীর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া। ফলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি এই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।