বড়দিনে করোনা থেকে মুক্তির প্রার্থনা
করোনা মহামারি থেকে মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে আজ শুক্রবার পালন করা হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। আজ সকালে রাজধানীর সব গির্জায় অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক প্রার্থনা। করোনার বিধিনিষেধ মেনে এ বছর বড়দিনের আয়োজন সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। দেশেও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন খ্রিষ্ট ধর্মানুসারীরা।
রাজধানীর গির্জাগুলোতে আজ শুক্রবার সকালে শুরু হয় প্রার্থনা। যার বড় অংশজুড়ে ছিল করোনা মহামারি থেকে যেন মুক্তি মেলে সবার। সেই প্রার্থনায় পরমেশ্বরের কাছে নশ্বর জীবনের নানা ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাইলেন উপস্থিত সবাই।
প্রতিবছর বড়দিনের সকালে গির্জাগুলোতে যত মানুষের উপস্থিতি থাকে, করোনা মহামারির কারণে এ বছর তা কমেছে। যারা এসেছে, তাদের প্রতিও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ ছিল আয়োজকদের।
আর পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়েই নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শামিল হতে এসছিলেন নানা বয়সের মানুষ।
গির্জাগুলোতে প্রার্থনার জন্য আসা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের চাওয়া, আগামী দিনে সবার জীবনে শান্তি আসুক, আবার মুক্ত বাতাসে যেন প্রাণখুলে নিশ্বাস নিতে পারে সবাই।