বরিশালের উজিরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২
বরিশালে র্যাবের অভিযানে গাঁজাসহ দুই জনকে মাদক কারবারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উজিরপুরের হারতা এলাকার জাকির হোসেন বালী (৪৫) ও সমীর হালদার (২৪)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব ৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হারতা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করলে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
আটকদের বিরুদ্ধে র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।