ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২০ জন

Looks like you've blocked notifications!
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ২০ বাংলাদেশিকে হস্তান্তর করে। ছবি : এনটিভি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন শিশুসহ ২০ নারী ও পুরুষ। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মফিজুর রহমান, মোস্তাকিন বিল্লাহ, বাইজিদ শেখ, জয়নাল আবেদিন, মো. সোহেল, পারভেজ মিয়া, আমির হামজা, মো. রতন, বুদ্দিন বিশ্বাস, সুমাইয়া খাতুন, দিলদার বেগম, রোজিনা আক্তার, সীমা খাতুন, তাসলিমা, ইয়াসমিন খাতুন, আমিনা বেগম, কেয়া বিবি, শঙ্করী বাড়ৈ, সুফিয়া বেগম ও লাকি আক্তার। তারা যশোর, সাতক্ষীরা, মোড়েলগঞ্জ, কক্সবাজার, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

দেশে ফেরা সুফিয়া বেগম বলেন, ‘আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর বাসাবাড়িতে কাজের সময় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে সাজাভোগ করেছি। পরে লিলুয়া শেল্টারহোম থেকে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছি। শেল্টারহোমে বহু বাংলাদেশি নারী আছেন। তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।’

এ ছাড়া জয়নাল আবেদিন বলেন, ‘দেশে বেকার জীবনের অবসান কাটাতে কাজের সন্ধানে ভারতে যাই। কলকাতার ইটভাটায় কাজ করার সময় পুলিশের হাতে আটক হই। এরপর একটি এনজিও কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে শেল্টারহোমে রাখে। সেখান থেকে আজ দেশে ফিরলাম।’ 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসা ব্যক্তিদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’