ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

অপপ্রচারের মাধ্যমে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা তৈরি করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে।’

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছে দেশে-বিদেশে। উদ্দেশ্য—অস্থিতিশীলতা। আমি ভারতে গিয়ে যেটি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজ অনেকের বক্তব্যে সেটিই এসেছে যে, শেখ হাসিনা আমাদের আদর্শ, তাঁকে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে। আমাদের দেশে সত্যিকারভাবে অসাম্প্রদায়িক দেশ হবে। সেজন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারত সরকারকে অনুরোধ করেছি।’