ভারতে দেড় বছর জেল খেটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

Looks like you've blocked notifications!
ভারতে দেড় বছর সাজা খেটে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি যুবক। ছবি : এনটিভি

ভারতে গিয়ে পুলিশের হাতে আটকের দেড় বছর পর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

দেশে ফেরত আসা তিনজন হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনারবাগ গ্রামের হাশেম আলী (২৪), একই থানার রামপুর গ্রামের মো. ইব্রাহিম (২৭) এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের সালাউদ্দিন (২৫)।

ফেরত আসা সালাউদ্দিন বলেন, ‘ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মহারাষ্ট্র শহরে যাই। সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের আটক করে জেলা হাজতে পাঠায়। পরে অবৈধভাবে ভারতে যাওয়ার কারণে সে দেশের আইনে আমাদের দেড় বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরে আসলাম।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘তিন বাংলাদেশি যুবক দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর হাতে তুলে দেওয়া হয়েছে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসা যুবকদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।