ভারতে পাচারকালে তিন স্বর্ণের বারসহ যুবক আটক

Looks like you've blocked notifications!
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে তিনটি স্বর্ণের বারসহ আটক মো. নাফিজ শেখ। ছবি : এনটিভি

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বারসহ মো. নাফিজ শেখ (৩২) নামে ভারতগামী এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ভোমরা কাস্টমস অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক নাফিজ শেখ মুন্সীগঞ্জ জেলার কপিবাগ পঞ্চশহর এলাকার আব্দুল সাত্তার শেখের ছেলে বলে জানা গেছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভারতে যাওয়ার সময় ওই পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশি করেন। এসময় তার কাছে ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২২ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই স্বর্ণ ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।