ভারতে পাচারকালে বিপুল জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় আজ মঙ্গলবার জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট পাচারকালে আটক জাহাঙ্গীর ও সবুজ। ছবি : এনটিভি

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর থেকে ভারতে পাচারকালে তিন লাখ ৬০ হাজার পিস জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের জাহাঙ্গীর আলম ও আলীপুরের সবুজ সরদার নামের দুজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করে পুলিশ।

গোয়েন্দা পুলিশ দাবি করছে, তারা দুজনেই চোরাচালানকারী।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলম বলেন, ‘সীমান্ত এলাকায় পুলিশের টহলের সময় গোপন সূত্রে আমরা খবর পাই, আলীপুর গ্রামের সবুজ সরদারের বাড়িতে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জড়ো করে রাখা হয়েছে। যেকোনো সময় চোরাইপথে তা ভারতে পাচার করা হতে পারে। এমন খবর পেয়ে সবুজ সরদারের বাড়ি ঘেরাও করে এসব ট্যাবলেট জব্দ করা হয়। তার ঘরের ভেতর থেকে ৬০ হাজার পিস সুখী ট্যাবলেট বের করে আনা হয়।’

মো. ইয়াসিন আলম আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে।’