ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৬ তরুণী

Looks like you've blocked notifications!
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন পাচার হওয়া ছয় তরুণী। ছবি : এনটিভি

ভারতে দুই বছর সাজাভোগ করে দেশে ফিরেছেন পাচার হওয়া ছয় বাংলাদেশি তরুণী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তরুণীদের হস্তান্তর করে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা তরুণীরা হলেন- খুলনার খালিশপুরের আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তার মিম(২১), বাগেরহাটের রামপালের শ্রীফুলতলার আশরাব শেখের মেয়ে আসমা খাতুন (১৭), নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের অলিয়ার রহমানের মেয়ে রিপা খানম (১৮), যশোর সদর উপজেলার সাজোয়ালী গ্রামের রবিউল ইসলামের মেয়ে শারমিন আক্তার (১৭), ঢাকার তেঁজগাও থানার মধ্যকুনিপাড়ার টুকু মিয়ার মেয়ে রাশিদা বেগম (১৭), ঢাকার খিলগাঁও থানার নুরজাহান মেনশনের আলমগীর হোসেনের মেয়ে প্রিয়া আক্তার (১৯)।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগ্রাম কর্মকর্তা মুহিত হোসেন জানান, দালালদের মাধ্যমে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভালো কাজের আশায় ভারতে যান তাঁরা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করে জেলে পাঠায়। সাজা ভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফেরার সুযোগ পান।

ফেরত আসারা যদি পাচারকারীদের শনাক্ত করতে চান তবে, আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থার এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশনের কর্মকর্তা ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাঁদের গ্রহণ করেছে।’