ভারত থেকে উপহারের ২০ রেলওয়ে ইঞ্জিন পেল বাংলাদেশ

Looks like you've blocked notifications!
ভারতীয় উপহারের লোকোমোটিভ। ছবি : এনটিভি

বাংলাদেশ রেলওয়েকে উপহার হিসেবে ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়েছে ভারত। আজ মঙ্গলবার বিকেলে (২৩ মে) ব্রডগেজ ইঞ্জিনগুলো হস্তান্তর করে দেশটি। এগুলো দর্শনা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে ভারতের পক্ষ থেকে ঈশ্বরদী লোকোমোটিভ বিভাগের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরেক জামালের কাছে বুঝিয়ে দেন ইঞ্জিনগুলো বুঝিয়ে দেন রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস।

চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে অংশে হস্তান্তর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, দামুড়দা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু ও দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুসহ দু'দশের রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।