ভিকারুননিসার শিক্ষক জগদীশকে পুনর্বহালের আদেশ স্থগিত

Looks like you've blocked notifications!

হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির ঘটনায় চাকরিচ্যুত রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে পুনর্বহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ভিকারুননিসার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর ভিকারুননিসার গভর্নিং বডি সর্ব সম্মতিক্রমে জগদীশ চন্দ্র পালকে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন।

গত ২ নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গভর্নিং বডির এই সিদ্ধান্ত স্থগিত করে জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ৭ নভেম্বর জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। একইসঙ্গে তাকে পুনর্বহালের বোর্ডের আদেশও চ্যালেঞ্জ করা হয়।