ভিপি নুরের বিরুদ্ধে এবার পূর্বধলা থানায় অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার নেত্রকোনার পূর্বধলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে পূর্বধলা থানায় এ অভিযোগ দায়ের করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।
নুরের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা, সাম্প্রদায়িক উসকানি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছেন রতন।
অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গত ১৫ এপ্রিল ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্ম নিয়ে সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিও বার্তার ভিত্তিতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কক্সবাজারে পাঁচটি মামলা হয়েছে।
পূর্বধলা থানায় অভিযোগ দায়েরকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান রতন ডাকসুর সাবেক ভিপি নুরের কঠোর শাস্তি ও বিচার দাবি করে তাঁর লিখিত অভিযোগে বলেন, নূর গত ১৫ এপ্রিল সন্ধ্যায় তাঁর ফেসবুক থেকে লাইভে বলেছেন “‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। এদের কোনো ঈমান নাই।’ নুরের এমন উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নন, সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য অবমাননাকর।”