ভুলভাবে বক্তব্য উপস্থাপন, সংবাদ সম্মেলনে এলেন কবিতা খানম

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার কবিতা খানম। ছবি : সংগৃহীত

সম্প্রতি নির্বাচন কমিশনার কবিতা খানমের একটি বক্তব্যকে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। তাঁর দাবি, ভুলভাবে বক্তব্য উপস্থাপন তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। করা হচ্ছে অসম্মান।

কবিতা খানম প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে কোনো বক্তব্য উপস্থাপন করার আগে যেন তা যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণ করা হয়।’

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কবিতা খানম নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

গত ১৪ সেপ্টেম্বর নওগাঁয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধনের অনুষ্ঠানে কবিতা খানম বলেছিলেন, ‘সামনে ইউপি নির্বাচন। আমি চাইব, আপনাদের সহযোগিতা থাকবে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে। যেন আমাদের সমালোচিত হতে না হয়। আপনাদের সমালোচিত হতে না হয়।’

তবে কবিতা খানমের দাবি, পরবর্তীতে কিছু পত্রপত্রিকা এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে। তিনি বলেন, “গণমাধ্যমে ভুলভাবে লেখা হয়েছে, ‘সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও নওগাঁয় শুধু সুষ্ঠু নির্বাচন হবে।’ অথচ এমন কথা আমি বলিনি।”

কবিতা খানম বলেন, ‘বক্তব্য ভুলভাবে উপস্থাপন যা সত্যের অপলাপ এবং আমার জন্য অত্যন্ত বিব্রতকর ও অসম্মানজনক। এ ছাড়া দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার শামিল।’

লিখিত বক্তব্যে কবিতা খানম বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর আমি নওগাঁ সদরে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করি এবং বক্তব্য প্রদান করি। অনুষ্ঠানে প্রদত্ত আমার বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ পরিবর্তন করে নিজ মনগড়াভাবে কিছু সাংবাদিক আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বক্তব্য হিসেবে অনলাইনভিত্তিক সংবাদ পত্রসহ কিছু পত্রিকায় প্রকাশ করে।’

‘বিষয়টি নওগাঁ প্রেসক্লাবের সভাপতি/সেক্রেটারির দৃষ্টিতে আনা হলে তাঁরা উক্ত সাংবাদিকদেরসহ জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসারের নিকট উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং অনলাইন পোর্টাল থেকে সংবাদটি প্রত্যাহার করেন।’

কবিতা খানমের দাবি, বক্তব্য ভুলভাবে উপস্থাপনার জন্য পরবর্তীতে প্রথম আলো, খোলা কাগজ, কালের কণ্ঠের প্রতিনিধি টেলিফোনে তাঁর কাছে ভুল স্বীকার করে মাফ চেয়েছেন।

কবিতা খানম আরও বলেন, ‘খোলা কাগজ নামক পত্রিকাটি প্রকাশিত সংবাদ ভুল ছিল মর্মে স্বীকার করে সংশোধনী দেয়। কিন্তু আমি লক্ষ্য করছি, আমার এই সংবাদের সত্যতা যাচাই ছাড়াই অনলাইন ভিত্তিক সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল ব্যবহার করছে। এ ছাড়া সাব এডিটরিয়ালও লেখা হচ্ছে।’

‘সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাগুলো সংবাদটি তুলে নিয়ে সংশোধিত সংবাদ প্রকাশের পরও যা আমি বলি নাই তা বারবার আলোচনায় আসছে, যা দুঃখজনক এবং কোনোক্রমেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারে সম্মানিত সংশ্লিষ্ট সঞ্চালক ও আলোচকগণ বিরত থাকবেন বলে প্রত্যাশা করছি।’

কবিতা খানম বলেন, ‘আমার বক্তব্যের সংশ্লিষ্ট ভিডিওক্লিপ জেলা প্রশাসকের ফেসবুক, গ্লোবাল বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং আমার কাছে সংরক্ষিত আছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলাম। আমার পুরো বক্তব্য ওটার ওপরেই ছিল। আর ওখানে বক্তব্যগুলো এসেছে, সেখানে বলা হয়েছে যে সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও নওগাঁয় সুষ্ঠু হবে, যেটা আমার বক্তব্যের মধ্যে ছিল না। আমার ভিডিও ক্লিপ তার সাক্ষ্য দেবে।’

কবিতা খানম আরও বলেন, ‘ইউপি নির্বাচন সম্পর্কে আমি শুধু, যেহেতু ওখানে ইউপি চেয়ারম্যানরারা উপস্থিত ছিলেন কার্ড নেওয়ার জন্য। আমি একটা মেসেজ দিয়েছিলাম যে, আপনারা সামনে যে ইউপি নির্বাচন হবে; সুষ্ঠু ও গ্রহণযোগ্যতার জন্য সহযোগিতা করবেন।’

‘গণমাধ্যমে যে বক্তব্য এসেছে, সেটা আমার বক্তব্যের মধ্যে ছিল না। সম্পূর্ণ পরিবর্তন করে অনলাইনে ও পত্রিকাগুলোতে এসেছে। তারা ভুল স্বীকার করে মাফ চেয়েছে’, যোগ করেন কবিতা খানম।