ভৈরবে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ‘শীতলপাটি’ নদীর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ‘শীতলপাটি’ নদীর উপর তৈরি এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে শত শত স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে।

এক সময়ের খরস্রোতা এই নদী বর্তমানে বছরের দুই-তিন মাসের ভরা বর্ষা মৌসুম ছাড়া বাকি সময় শুকনো থাকে। এই দীর্ঘ সময় নদীর দুই পাশের শ্রীনগর, বধূনগর, লুন্দিয়া ও খলাপাড়ার লোকজন এই সাঁকো পাড়ি দিয়ে যাতায়াত করে।

এ ছাড়া শ্রীনগর পূর্বপাড়া ও পুরান বাজার এলাকার লোকজন জোয়ানশাহী হাওরে চাষাবাদসহ ফসল আনা-নেওয়ায় এই সাঁকোটি ব্যবহার করে।

শীতলপাটি নদীর এই অংশটি খনন অথবা এখানে একটি পাকা সেতুর দাবি এলাকাবাসীর।