ভৈরবে পাঁচ সাংবাদিকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
ভৈরব প্রেসক্লাব। ছবি : এনটিভি অনলাইন

কিশোরগঞ্জের ভৈরবে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।  আজ বুধবার (১৫ মার্চ) দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক বাদী হয়ে যুগ্ম দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ওই পাঁচ সাংবাদিক ছাড়াও আরও ২৪ জনকে বিবাদী করা হয়।

বিষয়টি আমলে নিয়ে বিচারক মাহমুদা আক্তার অভিযু্ক্তদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দেওয়ার আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ জানান ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহসহ ৫ জন সাংবাদিক সদস্যকে গঠনতন্ত্র অনুযায়ী বেআইনি ও অসাংবাদিক দাবি করে প্রতিকার চেয়েছেন। একইসাথে ২৪ জন অসাংবাদিক সদস্য প্রজাতন্ত্রের কর্মচারী বিধায় চাকরি বিধিমালা মোতাবেক প্রেসক্লাবের সদস্যপদ লাভ ও নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে এটিকে অবৈধ ঘোষণার আবেদন জানিয়েছেন। 

গত ২৪ ফেব্রুয়ারি ভৈরব প্রেসক্লাবের কার্যকরি কমিটির ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।