ভৈরবে র‍্যাবের হাতে আটক ৪

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে আজ রোববার চারজনকে আটক করে র‍্যাব। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার দুপুরে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ১১০ বোতল ফেনসিডিল ও দুটি মটরসাইকেল জব্দ করা হয়েছে বলে দাবি র‍্যাবের। 

আটক চারজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের সাইদুর রহমান (২৭), নেত্রকোণার কমলাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের আজিজুল (৩৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজুবাজ গ্রামের সজিব ভূঁইয়া (৩২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেড়াপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন (৩০)।

র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। 

রফিউদ্দীন আরও জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালানো হয়। অভিযান চালাকালীন ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড়ে দুটি মোটরসাইকেল থামান তাঁরা।

এ সময় তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহার করা দুটি মোটরসাইকেল ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।

আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।