ভৈরবে সোনা মিয়া হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
র‍্যাবের হাতে গ্রেপ্তার সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি শামীম। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর নিউটাউন এলাকায় চাঞ্চল্যকর সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রাম থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্প ও ময়মনসিংহ সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের চাঞ্চল্যকর সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি শামীমকে (৪৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রাম থেকে গ্রেপ্তার করে।’  

পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী আরও বলেন, ‘গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদক মামলায় এক মাস কারাভোগের পর গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসেন ভৈরবের কমলপুর নিউটাউন এলাকার বাসিন্দা সোনা মিয়া (৪১)। পরে রাত ১১টার দিকে তাকে ওই এলাকার ভাড়াটিয়া ও তার সহযোগী শামীম নিজের ভাড়াবাড়িতে ডেকে নিয়ে যান। পরে বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শামীম পালিয়ে যায়।’

র‍্যাব ১৪ এর এই কর্মকর্তা আরও বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সোনা মিয়ার ছেলে আলভী (২২) বাদী হয়ে শামীমকে প্রধান আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশের পাশাপাশি র‌্যাব শামীমকে গ্রেপ্তারে অভিযানে নামে।’