ভোজ্যতেলের মূল্যসংযোজন কর সুবিধা বাড়ল ৩ মাস

Looks like you've blocked notifications!
ভোজ্যতেল। ছবি : সংগৃহীত

ভোজ্যতেলের ওপর মূল্যসংযোজন করের সুবিধা আরও তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে। ভোজ্যতেলে বিদ্যমান এ ভ্যাট সুবিধার মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানিপর্যায়ে পাঁচ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহের পর্যায়ে কোনো ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত মার্চের মাঝামাঝি তিন ধাপে মূল্যসংযোজন কর (ভ্যাট) কমায় সরকার। দেশে এক লিটার সয়াবিন তেলের দাম ২০৫ টাকা পর্যন্ত ওঠার পর কয়েক দিন আগে সরকার ছয় টাকা কমিয়েছে।