ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে : প্রধানমন্ত্রী

দেশে ভোজ্যতেলের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়াতে হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকেদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। সয়াবিন চাষ করতে হবে। আমদানি কমিয়ে দেশে উৎপাদনে যেতে হবে। সয়াবিন ও সূর্যমুখী চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এসময় বাদামসহ তেল বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়ার জন্যও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। সয়াবিন, সরিষা, তিল ও চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।