ভোলার চরফ্যাশনে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ১৩

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনের অদূরে গভীর সমুদ্রে জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেদের মধ্যে প্রাথমিকভিবে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন  বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, হাফেজ, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ।

স্থানীয় সূত্র জানায়, পাঁচ দিন আগে আবদুল্লাহপুর ৪ নম্বর ওয়ার্ডের কামাল খন্দকারের একটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে যায়। গতকাল রাতে ফেরার পথে ঢালচরের দক্ষিণ পাশে একটি একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে কামাল খন্দকারের ২১ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। তবে এদের মধ্যে আটজন উদ্ধার হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘ট্রলারডুবির ঘটনা শুনেছি। তবে এটি চরফ্যাশনের সীমানায় ঘটেনি।’