ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে। ছবি : সংগৃহীত

ভোলায় অটোরিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাণ গোপাল পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, সাবেক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে বিকেলে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করে  জানান, অটোরিকশাটি জব্দ করা সম্ভব হয়নি।

প্রাণ গোপাল দে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরে তিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি অবসরে যান।