ভ্যাট কমেছে রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানে

Looks like you've blocked notifications!
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ফাইল ছবি

রেস্তোরাঁ ও খাবারের দোকানে ভ্যাট কমানো হয়েছে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় পাঁচ শতাংশ আর সাধারণ রেস্তোরাঁ বা ফাস্টফুডের দোকানে আড়াই শতাংশ মূসক (ভ্যাট) কমানো হয়েছে।

আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গণমাধ্যম শাখা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অর্থ আইন, ২০২১ এর মাধ্যমে মূল্য সংযোজন কর আইন, ২০২১ এর তৃতীয় তফসিলে নিম্নবর্ণিত মূসক আরোপযোগ্য সেবাসমূহের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন করের হারে পরিবর্তন আনয়ন করা হয়েছে।

‘সে লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে বলবৎ মূসক হার নন-এসি রেস্তোরাঁয় ৭.৫ শতাংশের পরিবর্তে ২০২১-২২ অর্থবছরে পরিবর্তিত মূসক (ভ্যাট) হার ৫ শতাংশ এবং এসি রেস্তোরাঁয় ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ভ্যাট হার কার্যকর হবে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।