মগবাজারে ড্রাম বিস্ফোরণে আহত ৪

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি

রাজধানীর মগবাজারের এক দোকানের সামনে সড়কে রাখা একটি ড্রাম বিস্ফোরণে দোকান কর্মচারী, এক প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওয়্যারলেস গেইট এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আহত প্রকৌশলী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমি রাস্তায় পড়ে যাই। আমার শরীর থেকে রক্ত ঝরতে থাকে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চারজনই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘তাদের মধ্যে প্রকৌশলী সাইফুল ইসলামের (৩৫) গলায় ও বুকে জখম ছিল। তিনি রাজধানীর বাসাবোতে বাস করেন। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে আছেন তিনি।’

ওসি আবুল হাসান বলেন, ‘ওয়্যারলেস গেইট এলাকায় একটি ওষুধের দোকানের পাশে একটি মুদি দোকান আছে। ওই দোকানের একটি ড্রাম তারা দোকানের সমানে রাস্তায় রেখেছিলেন। হাসিবুর নামে দোকানের এক কর্মচারী ড্রামটি সরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে হাসিবুরসহ রাস্তায় থাকা আরও তিন পথচারী আহত হন। ওই ড্রামের ভেতরে কী ছিল তা জানতে তদন্ত চলছে।’