মন্দা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে কানাডা : লিলি নিকলস

Looks like you've blocked notifications!
ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস আজ শনিবার দুপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওয়াশিং প্ল্যান্ট পরিদর্শন করেন। ছবি : এনটিভি

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস বলেছেন, চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক মন্দা মোকাবিলায় কানাডা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। 

আজ শনিবার দুপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওয়াশিং প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

হাইকমিশনার লিলি নিকলস বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও জোড়দার করতে কাজ করছে কানাডা। বাংলাদেশের সঙ্গে তিন বিলিয়ন ডলারের বাণিজ্যকে আরও এগিয়ে নিতে চায় কানাডা। এজন্য, ব্যবসায়িক পরিবেশ, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা করছে। পাশাপাশি কোটা এবং শুল্কমুক্ত সুবিধাও অব্যাহত রেখেছে বাংলাদেশের জন্য।’

বাংলাদেশের পরিবেশবান্ধব অত্যাধুনিক তৈরি পোশাক কারখানা এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘বেক্সিমকোর ওয়াশিং ফ্যাক্টরিতে লেজারের ব্যবহার প্রশংসনীয়।’

বাংলাদেশকে পর্যাপ্ত সার কীটনাশক ডাল এবং তেলের যোগান দেওয়ার সরকারি আহ্বানে কানাডা আন্তরিকভাবে সাড়া দিয়েছে বলেও জানান হাইকমিশনার।

হাইকমিশনার লিলি নিকলসের নেতৃত্বে হাইকমিশনের প্রতিনিধি দল বেক্সিমকো ওয়াশিং প্ল্যান্ট ছাড়াও টেক্সটাইল স্পিনিং গার্মেন্টস ও সিরামিক কারখানা পরিদর্শন করেন এবং উৎপাদনের পরিবেশ দেখে প্রশংসা করেন। 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রুপ ডাইরেক্টর সৈয়দ নাভিদ হোসেন, প্রশাসনিক প্রধান আলাউদ্দিন মাহমুদ।