মহাদেবপুর খাদ্য গুদামে সংগ্রহ অভিযান উদ্বোধন

Looks like you've blocked notifications!
নওগাঁর মহাদেবপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান, চাল, গম সংগ্রহ অভিযান উদ্বোধন করছেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসানসহ অতিথিরা। ছবি : এনটিভি

নওগাঁর মহাদেবপুর খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় মহাদেবপুর খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।

সংগ্রহ অভিযান উদ্বোধন করেন মহাদেবপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান।

এ সময় মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান, মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, মহাদেবপুর মিল মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল হোসেন, সহসভাপতি মো. শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক তরফদার, শিউলি অটোমেটিক রাইস মিলের স্বত্বাধিকারী মো. আব্দুল জব্বার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবেয়া আকতার পলি, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাখন চন্দ্র বর্মণ, মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের এরিয়া ইন্সপেক্টর আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৩০ টাকা কেজি দরে ১৬ হাজার ৭৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৬০ হাজার ৭৬৫ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে। এর মধ্যে মহাদেবপুর উপজেলায় ২৬ হাজার ৮৩৮ মেট্রিক টন চাল, দুই হাজার ৩৮২ মেট্রিক টন ধান এবং ১০৭ মেট্রিক টন গম ক্রয় করা হবে।

আজ বুধবার উদ্বোধনী দিনে মহাদেবপুর খাদ্য গুদামে মেসার্স ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০০ মেট্রিক টন, মেসার্স কফিল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০০ মেট্রিক টন এবং কফিল অ্যান্ড রাজ্জাক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫০ মেট্রিক টন চাল সরবরাহ করে। ধান, চাল সংগ্রহ অভিযান চবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।