মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

Looks like you've blocked notifications!
রাজশাহীর পুঠিয়ায় বিড়ালদহ বাজারের পাশে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুন নেভায়। ছবি : এনটিভি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারের পাশে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা মাইক্রোবাসের আগুন নেভায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহত মোটরসাইকেলচালক বাচ্চু মিয়া (১৮) বিড়ালদহ এলাকার এমরান আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। দুর্ঘটনাস্থলের পাশেই তাঁর বাড়ি।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, আজ দুপুরের দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে বাজারে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে লোকজন ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই নেমে পালিয়ে যায়।

পবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটি পুড়িয়ে দেয়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’