মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে ছেলের মৃত্যু

Looks like you've blocked notifications!
নাঈম হোসেন। ছবি : সংগৃহীত

ছেলের ওপর অভিমান করে সোমবার লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন মা। তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মাকে উদ্ধারে নদীতে লাফিয়ে পড়া নাঈম হোসেনের মরদেহ মেঘনায় পাওয়া গেল আজ বুধবার। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকার মেঘনা নদীতে নাঈম হোসেনের (২১) মরদেহ ভেসে উঠলে দুপুরে তা উদ্ধার করা হয়। নাঈম শরীয়তপুরের সখীপুর থানার আক্তার হোসেনের ছেলে।

গজারিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ জানান, আজ দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি এলাকার মেঘনা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ তা উদ্ধার করে। এরপর বেলা ৩টার দিকে নাঈমকে শনাক্ত করে তাঁর পরিবারের সদস্যরা।

গেল সোমবার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের সঙ্গে রাগ করে নদীতে লাফিয়ে পড়েন মা জামিরুন বেগম (৪০)। পরবর্তীতে মাকে বাঁচাতে ছেলে নাঈম হোসেনও (২১) লাফ দেন নদীতে। পরে মা জামিরুন বেগম জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে নাঈম সাঁতার না জানায় নদীর পানিতে মুহূর্তেই তলিয়ে যায়।